সাদ্দাম হোসেন, পিএম নিউজ ৩৬৫, দক্ষিন ২৪ পরগনা: আজ সকাল এগারোটা নাগাদ কলকাতা লেদারকমপ্লেক্সের তিন নম্বর গেটের সম্মুখে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী, বাইক আরোহীর অভিযোগ রাস্তার ধার দিয়ে যাচ্ছিলো সে পিছন দিক দিয়ে আসা এলপি গাড়ি তাকে ধাক্কা দেয়। বাইক আরোহী ছিটকে পড়ে রাস্তায়, হেলমেট পরে থাকা সত্বেও মাথায় গুরুতর চোট লাগে। ঘটনার পর পরেই ঘটনা স্থলে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ, পুলিশের তৎপরতায় আহত কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে, বাইক আরোহী এখন চিকিৎসাধীন।