সাম্প্রদায়িক শক্তি গো ব্যাক
কারিমুল ইসলাম
নো এন.আর.সি, নো ক্যাব,
সাম্প্রদায়িক শক্তি গো ব্যাক
সম্প্রীতির ভারত চাই,
হিন্দু মুসলিম ভাই ভাই।
এন.আর.সির জিগির তুলে,
হিন্দু – মুসলিম বিভেদ করো।
লক্ষ বাঙালীকে, আপন দেশে,
অন্যায়ভাবে বন্দী করো।
হিন্দু হলেই নাগরিক হবে,
মুসলিম হলে বাদ।
গোবর মাথায়, বোধের অভাব,
সংবিধান খুলে দেখ।
এমন নীতি চলবেনা ভাই,
মহান আমার দেশ।
হিন্দু মুসলিমের একতাই,
রুখবে আর.এস.এস।
নাগপুরের প্রোডাক্ট যত,
পাপে ভরা মন।
সাম্প্রদায়িক মন্ত্র দিয়ে,
ছিন্ন করে ভাতৃত্ব বন্ধন ।
গোলওয়েকার, শ্যামাপ্রসাদ,
হিন্দুত্বের ধ্বজাধারী।
দেশপ্রেমিক নইতো এরা,
ব্রিটিশের চাটুকদারী।
মুচলেকা দিত যারা,
তোমরা তাদের অনুসারী ।
যারা দেশের তরে জীবন দিল,
আমরা তাদের উত্তরাধিকারী।
দেশ প্রেম শেখাও মোদের,
জানো না কি ইতিহাস।
তোমরা যখন পা চাটিতে,
মোরা তখন পড়িতাম ফাঁস।