পিএম নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ট্রাম্পের বিতর্ক, হুমকি সব কিছুকে সরিয়ে, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জো বাইডেন। তিন জনগণের উদেশ্যে প্রথম ভাষণ গুরুত্বপূর্ন কিছু কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকার বিভাজন জুড়ে, সবাইকে একত্রিত করার চেষ্টা করবেন। স্থানীয় সময় শনিবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বললেন জো বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে জয়কে ‘আত্মবিশ্বাসী জয়’ বলেও অভিহিত করেন তিনি। ডেলাওয়্যারে নিজের শহর উইলমিংটনে প্রকাশ্য জনসভায় বাইডেন বলেন, ‘এটা আমেরিকাকে সুস্থ করে তোলার সময়। আমি এমন প্রেসিডেন্ট হতে চাইব যে বিভাজন করতে না, একত্রিত করতে চাইবে।’ একযোগে কাজ করার জন্য ট্রাম্প সমর্থকদেরও আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘ওঁরা আমাদের শত্রু নন। ওঁরাও আমেরিকাবাসী। আমেরিকায় এই বিভাজনের নীতি এবারই শেষ হোক। আমি চাই এই অফিসটা আমেরিকার হৃদয় পুনরুদ্ধার করুক, মধ্যবিত্তরা যারা দেশের শিরদাঁড়া, তাদের পুনর্গঠন হোক এবং আমেরিকাকে সারা বিশ্ব আবার সম্মান করুক।’ বিজয়ী ঘোষিত হওয়ার পর তাঁকে নির্বাচনের জন্য বাইডেন আফ্রিকান–আমেরিকান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ভাষণ দেওয়ার আগে কমলা হ্যারিসের পরিচিতিও জনতাকে বলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট পদে বসতে চলা বাইডেন।