নিউজ ডেস্ক, পিএম নিউজ: দেশ জুড়ে ভূয়া বিশ্ববিদ্যালয়ের রমরমা দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে। এবার বিশ্ববিদ্যালয় অনুমোদন কমিশন (ইউজিসি) দেশজুড়ে রমরমিয়ে চলা ভূয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল। আশ্চার্যজনক ভাবে তালিকার শীর্ষে নাম উঠে এসেছে উত্তর প্রদেশ এবং দিল্লির। উত্তরপ্রদেশে থেকে ৮ টি এবং দিল্লি থেকে ৭ টি ভূয়া বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে।
দেখে নিন বিভিন্ন রাজ্যের ভূয়া বিশ্ববিদ্যালয়ের তালিকা
>উত্তরপ্রদেশ
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর
নেতাজী সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি (মুক্ত বিশ্ববিদ্যালয়)
আলিগড় উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা
মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়
বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়
বারাণসী ওমেন ইউনিভার্সিটি, এলাহবাদ
গান্ধী হিন্দি বিদ্যাপিঠ, প্রয়াগরাজ এলাহবাদ
ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, খোড়
>দিল্লি
এডিআর সেন্ট্রিক জুডিশিয়াল ইউনিভার্সিটি
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বিশ্বকর্মা ওপ্রন ইউনিভার্সিটি ফর সেল্ফ এমপ্লয়মেন্ট
কমার্শিয়াল ইউনিভার্সিটি এলটিডি, দারিয়াগঞ্জ
ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি
আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়
বারাণসীয়া বিশ্ববিদ্যালয়
>উড়িষ্যা
নব ভারত শিক্ষা পরিষদ, রাউরকেল্লা
নর্থ ওড়িষা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অফ টেকনোলজি
>পশ্চিমবঙ্গ
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিচার্স, কলকাতা
>কর্নাটক
বড়াগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, কিশানাটম
>মহারাষ্ট্র
রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি, নাগপুর
>পদুচেরী
শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন