পি এম নিউজ ডেস্ক: ‘টাইম মেশিনে চড়ে অনেকটা দূর চলে এলাম। কিন্তু সব কিছুরই একটা সময় থাকে যেমন আমার সময় ছিল এটাই বোধহয় সেরা সেই সময়। থামতে তো হতোই, তাই থামলাম।’ 19 বছরের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করে এই কথাগুলো বললেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
তবে যুবরাজ কে নিয়ে কি বললেন ভারতীয় ক্রিকেটেররা। দেখে নিন এক নজরে,
বর্তমান ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি বলেন, পাজি, দেশের জন্য একটা সুন্দর ক্রিকেটীয় ক্যারিয়ার উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের অনেক ভালো স্মৃতি ও জয় উপহার দিয়ে সব। তোমার বাকি জীবন আরও সুন্দর হোক। তুমি প্রকৃত চাম্পিয়ান।
ভারতীয় দলের বিখ্যাত বলার জশপ্রিত বুমরাহ বলেন, দেশের জন্য তুমি সব সময় অনুপ্রেরণা। সবার মন তুমি জিতেছো। তোমার গৌরব উজ্জ্বল ক্যারিয়ারের জন্য তোমায় অভিনন্দন।
ভারতীয় আরেক ক্রিকেটার হার্দিক পান্ডিয়া বলেন, পিছে তোমার উপস্থিতি মিস করবো, পাজি! তোমার অবসর আনন্দের হোক। সেই আনন্দ তুমি অর্জন করেছো।