
বিশ্বকাপের শেষ ম্যাচেই কি ধোনি ক্রিকেটকে বিদায় জানাচ্ছে! জল্পনা তুঙ্গে
পিএম নিউজ ডেস্কঃ প্রশ্নটা ঘুরছিল অনেকদিন ধরে, তবে সেই জল্পনা সত্যি হতে চলেছে! ধোনির অবসর ঘিরে এখন জল্পনা তুঙ্গে। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর দিনই খবর ছড়িয়ে পড়ে, চলতি বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচই হয়তো জাতীয় দলের জার্সিতে ধোনিরও শেষ ম্যাচ।
সবাইকে অবাক করে হঠাৎই চার বছর আগে মেলবোর্ন টেস্টের পরে সবাইকে অবাক করে দিয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। দু’ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর ঠিক আগেই ওয়ানডে এবং টিটোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন মাহি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক বর্ষীয়ান কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘এমএস ধোনিকে নিয়ে কিছু বলাই সম্ভব নয়। বিশ্বকাপের পরে ধোনির খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনটি ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হঠাৎই নিয়েছিল ধোনি। তাই এই মুহূর্তে ধোনিকে নিয়ে কিছু বলা খুবই কঠিন।’’ ঠিক তেমনি হয়তবা বিশ্বকাপের শেষ ম্যাচেই ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন বলে জল্পনা উঠছে।