বাঁকুড়ায় মঙ্গলপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায়, আন্না শংকর স্মৃতি প্রীতিশীল ফুটবল প্রতিযোগিতা
পি.এম.নিউজ ৩৬৫ ডেস্ক: বাঁকুড়ার মঙ্গলপুর হাই স্কুলের মাঠে, ১৬ টি টিম নিয়ে নক আউট পর্বে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এর পর আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় লোহাই আর বিজপুর এর মধ্যে।
এই প্রতিযোগিতার ফাইনালে বিজপুর ফুটবল টিম ১-০ গোলে জয়লাভ করে।
বিজয়ী দলকে ট্রফি সহ ১০০০০ টাকা আর বিজিত দলকে ট্রফি সহ নগদ ৮০০০ টাকা পুরস্কার দেওয়া হয়।
এবং প্রতিটি খেলোয়াড়দের জার্সি সহ বিভিন্ন পুরস্কার দিয়ে উদ্বুদ্ধ করা হয়। এই খেলা দেখার জন্য ফুটবল মাঠে হাজার হাজার পুরুষ ও মহিলা উপস্থিত হয়ে ছিলেন।