পিএম নিউজ ৩৬৫: বেশ কয়েক মাস ধরে বিধান নগর কমিশনারেট-এর অন্তর্ভুক্ত রাজারহাট, নিউটাউন, এয়ারপোর্ট, টেকনো সিটি, ইকোপার্ক ও বিধান নগর দক্ষিণ থানা সহ বিভিন্ন থানা এলাকায় চলছে ফুটবল টুর্নামেন্ট। তেমনি বেশ কয়েক মাস ব্যাপী স্তরে স্তরে খেলার পর গতকাল নিউটাউন থানা এলাকায় ২৪ টি দলের মধ্যে থেকে বেছে নিয়ে দুটি দলের মধ্যে ফাইনাল ম্যাচ হয়। এই ম্যাচে উপস্থিত ছিলেন এ সি পি সমবিটি চক্রবর্তী, আই সি নিউটাউন অতনু ঘোষাল সহ নিউটাউন থানার পুলিশ কর্মীরা।
থানায় স্তরে খেলার পর প্রত্যেক থানা এলাকা থেকে একটি করে উইনার দল কে নিয়ে দলগুলোর সঙ্গে একে অপরকে খেলানো হবে। সেখান থেকে দুটি দলকে বেছে নেয়া হবে বিধান নগর কাপের ফাইনালের জন্য।