আগামী সোমবার বর্ধমান-পূর্ব লোকসভায় নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস-এর সমর্থনে শুক্রবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মুকুল রায়।মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের সমাজকল্যাণ মন্ত্রী রাজেশ কুমার জি, বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাস, জেলা সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।
মুকুল রায় বলেন যে, নরেন্দ্র মোদি উন্নয়ন দেখেই মানুষ বিজেপিকে ভোট দেবেন। এই জনসভা মঞ্চ থেকে মুকুল রায় আরো বললেন কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গ্ৰামেবাংলায় অনেক উন্নয়ন করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার থাকার জন্য গরীব মানুষদের ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছিয়ে দেওয়া হয়েছে। জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জনসভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।