সুদীপ সেন,পি এম নিউজ,বাঁকুড়া: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্ম জয়ন্তী উদযাপন করেন আজ সকাল ৭টায় বাঁকুড়া পৌরসভার মোহনবাগান পার্কে ‘নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের’ বাঁকুড়া শাখার পক্ষ থেকে।
নজরুল জীবনের উপর আলোকপাত করেন সম্পাদক উৎপল মুখোপাধ্যায় তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয় বিরাজ করছে সারাক্ষণ আমরা তাকে কখনো ভুলতে পারবো না।
আরো উপস্থিত ছিলেন,প্রতীপ মুখোপাধ্যায়,শ্যামল মিদ্যা,মধুসূদন দরিপা,সঙ্গীতে অশনি মজুমদার, চন্দ্রধর বন্দ্যোপাধ্যায়, সাধন মুখোপাধ্যায়, অঙ্কিতা মান্ডি প্রমুখ।
আবৃত্তিতে পার্থসারথী কুণ্ডু, অমলেন্দু মণ্ডল, সমীর দাস, সুধাংশু রাণা।
স্বরচিত কবিতাপাঠে শুভাশিস হালদার, অালোক মণ্ডল, আতঙ্কভঞ্জন পরামানিক প্রমুখ কবি।
পার্কের শান্ত শীতল পরিবেশে খুব সুচারুভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান। উপস্থিতি ছিল বহু সাধারণ মানুষ।