সাকিল মোস্তাক, নিউটাউন, পিএম নিউজ:– দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য এর সমর্থনে পথ সভার মঞ্চ তৈরি করার সময় হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউটাউন গোবিন্দনগরে। ঘটনা স্থলে উপস্থিত হন নিউটাউন থানার পুলিশ।
আজ বিকেল পাঁচটায় পথ সভা হওয়ার কথা ছিল ।সেখানে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের আসার কথা ছিল।অভিযোগ মঞ্চের কাজ শুরু হওয়ার সময় বাইকে করে প্রায় কুঁড়ি পঁচিশ জন তৃনমুল আশ্রিত দুষ্কৃতীরা এসে বাধা দেয় ও মারধর করে । নিউটাউন থানার পুলিশ পৌঁছাতেই পালিয়ে যায় দুস্কৃতরা