পিএম নিউজ ডেস্ক:আজ উঃ ২৪ পরগনার শাসনের বৈদ্যপুর সিদ্দিকিয়া হাফেজীয়া মাদ্রাসায় দুই জন হাফেজ ছাএ কে পাগড়ী প্রদান করা হয় মাথায় পাগড়ী পরিয়ে দেন ফুরফরা শরীফের পীর আল্লামা কলীমুললাহ সিদ্দিকী সাহেব এবং বৈদ্যপুর হাফেজ খানার পড়াশুনার পরিবেশ শুনে তিনি মুগ্ধ হন,তিনি কোরআন হাফেজ দের মহত্ত্ব ও গুরুত্ব প্রকাশ করেন ও হাফেজ দের যারা দেখভাল করে সাহায্য সহযোগিতা করে তাদের ইহকাল ও পরকালে আল্লাহতালার কি যাজা ও পুরস্কার আছে তা তিনি ব্যাখ্যা করেন, উক্ত মাদ্রাসার সম্পাদক হলেন দওপুকুর থানার কাজী ও বিশিষ্ট সংগঠক কাজী মোঃ তৈয়েবুললাহ সাহেব বলেন হাদিস শরীফে এসছে যদি তোমরা দুনিয়ার বুকে কোন জান্নাতি ব্যক্তি কে দেখতে চাও তাহলে তলবেলেম দেখ এরা হল জান্নাতি মেহমান আরো বলেন কোন ছাএ যদি এল্ম অজনের জন্য বাহির হয় তার প্রতি কদম কদমে এক বৎসরের এবাদাতের ছওয়াব দান করা হয়,উক্ত সভাপতি তেঁতুলিয়া মাদ্রাসার শিখক হাফেজ নূর আলম, শিখক হাফেজ বায়জিদ হোসেন,ও কারী আজিবুর রহমান সাহেব, মাদ্রাসার পরিচালনার বিশিষ্ট ব্যকতি গণ হল হাজী কুরবান আলি, হজরত মাওলানা শওকাত আলি সাহেব, ছাএনেতা সরিফউদদিন, সমাজসেবী মাহবুবার রহমান, আনিসুর রহমান, মইদুল ইসলাম,হাফেজ সামসুর আলম,জালাল মাষ্টার,হাসান মাষ্টার,মিরাজ মাষ্টার, মোমতাজুল,ইকবাল,ইমরান,প্রমুখ উক্ত অনুষ্ঠানে বহু হাফেজ,উলামা হাজী ও বিশিষ্ট সমাজ সেবীরা উপস্থিত থাকেন।