পিএমনিউজ, ভাঙড়ঃ বাসন্তীর পর এবার ভাঙড়ে আক্রান্ত বাম প্রার্থী সুভাষ নস্কর। রবিবার লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত তাড়দহতে নির্বাচনী প্রচার চালানোর সময় তৃনমূলের কর্মী সমর্থকরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান, হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনায় নাম জড়ায় স্থানীয় তারদহ জিপির তৃনমূল উপপ্রধান রাকেশ রায় চৌধুরীর।
অভিযোগ, রবিবার রাকেশের নেতৃত্বে বেশ কয়েকজন তৃনমূল কর্মী সুভাষ বাবুদের উদ্দেশ্যে বলেন, তাড়দহের রাস্তা তৃনমূল কংগ্রেস সরকার তৈরি করেছেন সেখানে বিরোধীদের কোন প্রচার করা যাবে না। আজিজুর রহমান নামে এক প্রবীন বামনেতা নেতা প্রতিবাদ করলে তাঁকে গলাধাক্কা দেওয়া হয়।আক্রান্ত হয় আরও কয়েকজন কর্মী।
উল্লেখ তড়দহ অঞ্চলটি ভাঙড় ১ ব্লকের অন্তর্গত। অন্যদিকে কেএলসি থানা অর্থাৎ কোলকাতা পুলিশের আন্ডারে। কিন্তু বিধানসভা হিসাবে ধরলে এলাটাটি ক্যানিং পূর্বের মধ্যে পড়ে। আর ক্যানিং পূর্ব বিধান সভাটি জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনস্থ।