মর্জিনা খাতুন,পি এম নিউজ:গতকাল দক্ষিণ 24 পরগনা জেলার চার চারটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং, বাসন্তী সোনারপুর এবং বারাইপুরে। তিনি বিজেপিকে তুলনা করেন চার-চারটি জনসভায়। তিনি বলেন বাইরে থেকে টাকা এনে ভোট কিনতে চাইছে বিজেপি।তাইতো ইতিমধ্যে মথরাপুর, লক্ষীকান্তপুর, রায়দিঘি ,গোসাবা , বাসন্তীর লোক ঢুকিয়ে দিয়েছে বিজেপি ।ওদের প্ররোচনায় পা দেবেন না ।কেন্দ্রীয় বাহিনীর নামে আরএসএস ঢুকিয়ে দিয়েছে ।সিপিএমের হার্মাদ গুলো এখন বিজেপিতে গেছে। এভাবেই বিজেপি এবং বামফ্রন্টের কে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভা থেকে ঘোষণা করেন- মানুষের সহযোগিতা করার জন্য সুন্দরবনকে আলাদা একটি নতুন জেলা হিসেবে গড়ে তুলবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী , বিধায়ক জয়ন্ত নস্কর ,সওকাত মোল্লা ,শ্যামল মন্ডল, বিশ্বনাথ দাস, প্রার্থী প্রতিমা মন্ডল সহ ভাঙড়ে আরাবুল ইসলাম কে মঞ্চে দেখা গিয়েছে।