সফিকুল ইসলাম, পিএম নিউজ, ভাঙড়: আজ ভাঙড় ওয়ান বিডিও অফিসের পাশে চারচাকা গ্যারেজের কর্মচারী আল আমিন মোল্লা মৃতদেহ আম গাছে ঝুলতে দেখা যায়। তার নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ।বাড়ি নওপাড়া, বয়স ১৯।
প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে । পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়
গ্যারেজ মালিক সাইফুল ইসলাম ও আলামিন মোল্লার সহকর্মী জানায় গতকাল রাতে আমরা একসঙ্গে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শেরে সেখান থেকে ফিরে শোয়ার সময় আলামিন বাড়িতে ফোন করে ওর মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ওর কথা শুনে বোঝা যাচ্ছিল ওদের বাড়িতে একটি অনুষ্ঠান হয়। আলামিন ওর মাকে বলছিল আমাকে বললে আমি গ্যারেজ ছুটি করে বাড়ি যেতাম এই নিয়ে কথোপকথন হয়।
তারপরে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে দেখি আম গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে আলামিন।
তবে কি কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো ,তার ক্ষতিয়ে দেখছে পুলিশ।