- নিজস্ব সংবাদদাতা: COVID19 এর আতঙ্ক ভুগছে ভাঙর।শুধু সাধারণ মানুষ নয়,পরিস্থিতির শিকার হাসপাতাল কর্মীরাও।প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে চাইছেন না তারা।তাদের আতঙ্ক দুর করে অভয় দানের মতো কাউকেই চোখে পড়লো না। তবে ভাঙরের নেতা আরাবুল ইসলাম হাজির হলেন হাসপাতালে।নিজের কথা না ভেবে হাসপাতাল কর্মীদের সাহস যুগিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাস দিলেন তিনি। ডাক্তারদের যাতে কোনো সমস্যা না হয়,তার জন্য বি এম এইচ কে তিনি অনুরোধ করেছেন।রোগীরা যেনো কোনো ভাবেই চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন ডাক্তারদেরও।
কালোবাজারি রুখতে তৎপর তিনি। সাধারণ মানুষের ওপর পুলিশের অত্যাচারের প্রসঙ্গেও মুখ খুলেছেন আরাবুল ইসলাম।
ভাঙরে অভাব নেই নামজাদা নেতানেত্রীদের।কিন্তু এই কঠিন সময়ে কোথায় গেলেন তারা?যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী,ভাঙরের বিধায়ক রেজ্জাক মোল্লা- নাহ্ কারও দেখা মেলেনি।তারা খোঁজ নেননি সাধারণ মানুষের।এই পরিস্থিতিতে একমাত্র অবলম্বন ভাঙরের সেই বিতর্কিত নেতা আরাবুল ইসলাম।