মদ খেতে নিষেধ করায় ছেলে’কে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ বাবা’র বিরুদ্ধে
পি.এম.নিউজ ৩৬৫;বিতান সরকার, জলপাইগুড়ি: ধূপগুড়ির কাঠুলিয়া এলাকার ঘটনা।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছেলে রাজেশ ভগৎ।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম বাচ্চু ভগৎ( ৫৭)।এই আদিবাসী পরিবারে গত কাল পুজো হয়েছে।
এদিন সকাল থেকে ঐ বাড়িতে মদ্যপ অবস্থায় ছিল বাচ্চু ভগৎ।এদিন বাচ্চু তার স্ত্রীকে গালিগালাজ করছিল।সেই সময় রাজেশ তার বাবাকে চুপ করতে বলে।এরপর ভাত খাবার জন্য ডাক দিয়ে রাজেশ রাস্তায় বেরিয়ে যায়। সেখানেই গিয়ে রাজেশকে তার বাবা ছুরি মারে।ঘটনাস্থলেই পড়ে যায় রাজেশ।
রাজেশের পরিবারের লোকজন রাজেশকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে। মদ খাওয়াতে বাধা দেওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে মদ্যপ বাবা ছুরি চালায় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,লিখিত অভিযোগ এখনো হয়নি। তবে পুলিশ প্রাথমিক পর্যায়ের তদন্ত শুরু করেছেন।