পিএম নিউজ, ইসলামপুর: কলেজের উন্নয়ন মূলক কাজে আর্থিক তছরুপ এবং নির্ধারিত সময়ে শিক্ষকরা কলেজে এবং ক্লাসে না আসার প্রতিবাদে সরব হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসলেন কলেজের পড়ুয়ারা। শুক্রবার ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসের সামনে এই বিক্ষোভে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যান্য পড়ুয়াদের মধ্যে।অভিযোগ, কলেজের অধ্যক্ষ উন্নয়নমূলক কাজ নিয়ে রীতিমতো আর্থিক দুর্নীতি করছে।
তাদের কোনও কিছু না জানিয়ে সম্পুর্ন আড়াল করে কাজ করছে। এমনকি অনেক ক্লাসে যেমন একদিকে শিক্ষকরা যাচ্ছেননা তেমনি নির্ধারিত সময়ের অনেক পরে শিক্ষকরা কলেজে আসছেন।এমনকি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের অফিসে বসেননা। ছাত্রদের পক্ষে মহম্মদ মঞ্জর আলম জানান,অবিলম্বে এসব বন্ধ না হলে তারা এভাবেই অনির্দিষ্টকালের ধর্ণা চালিয়ে যাবেন।
তবে তারা আন্দোলনে নামলে তাদের বহিরাগত বলেচিহ্নিত করা হয়।যদিও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, নিয়ম মাফিক এখানে সমস্ত উন্নয়ন মুলক কাজ হয় এবং সুষ্ঠ ভাবেই পঠন-পাঠন চলে।