খড়গপুর আসনে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে চাইছেন কংগ্রেস
পি.এম.নিউজ ৩৬৫;ডিজিটাল ডেস্ক: রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের আভাস পাওয়া গেলেও খড়গপুর আসনে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে চাইছেন কংগ্রেস।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে হাইকমান্ডকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। চেয়েছেন সোনিয়া গান্ধীর অনুমোদন।
উল্লেখ করা যেতে পারে, খড়গপুর সহ রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। আগামী ২৫ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
খড়গপুরে দীর্ঘদিনের রাজত্ব থাকলেও গত বিধানসভায় কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও তিনি লোকসভায় প্রার্থী হয়ে যাওয়ায় আসনটি খালি হয়।